মোঃ লুৎফর রহমান হিলি (দিনাজপুর) প্রতিনিধি :- দিনাজপুরের হিলি সীমান্তে শ্রদ্ধাঞ্জলী বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের পক্ষে ভারতের উজ্জীবন সোসাইটির সাধারন সম্পাদক সুরুজ দাস ও বাংলাদেশের পক্ষে হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলি ও সাপ্তাহিক আলোকিত সীমান্তের সম্পাদক জাহিদুল ইসলাম শ্রদ্ধাঞ্জলি বিনিময় করেন। পরে সেখানে দুদেশের শিল্পিরা কবিতা আবৃতি ও গান পরিবেশন করেন। এর পরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরন করা হয়। এর পরে বিজিবি ও বিএসএফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় বক্তারা সীমান্তে কাটাতারের বেড়া দিয়ে দুদেশকে বিভাজন করতে পারলেও আমাদের মন, আতœাকে ও ভাষাকে বিভাজন করতে পারেনি, বাংলা ভাষা বাঙালির ভাষা সবথেকে গর্বের বিষয় জন্মের পর থেকে আমরা এই ভাষাতে কথা বলি। এপার বাংলা ওপার বাংলা নয় অভিক্ত বাংলা সাবেক বাংলা আমাদের বাংলা বলে মন্তব্য করেন তারা। এসময় সেখানে উপজেলা ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, জয়েন্ট মুভমেন্ট করিডোরের আহবায়ক নবকুমার দাশসহ অনেকেই উপস্থিত ছিলেন।