ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০
প্রবীর কুমার কাঞ্চন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ তারাগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পূস্পমাল্য অর্পন, সকালে প্রভাতফেরী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আমিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বায়োজিত বোস্তামী, সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও হারিয়াড়কুঠি ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন, উপজেলা কৃষি অফিসার অশোক কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার শাহানাজ বেগম, উপজেলা প্রকল্পবাস্তবায়স কর্মকর্তা মমিনুর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভিন আফরোজ প্রমুখ। প্রভাতফেরিটি উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে স্থানীয় শহীদ মিনার থেকে বের হয়ে উপজেলা গুরুপ্ত¦পূর্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে মিলিত হয়। তারাগঞ্জে মাতৃভাষা দিবসে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি। তারাগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ২১ শে ফেব্রæয়ারী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ধারনা বিষয়ে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে স্থানীয় শহীদ মিনার চত্বরে পুরস্কার বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ইউএনও আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বায়োজিত বোস্তামী, সাবিনা ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন, উপজেলা কৃষি অফিসার অশোক কুমার রায় প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST