রাজশাহী জেলা যুবদলের ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

রাজশাহী জেলা যুবদলের ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা

ব্যুরো প্রধান, রাজশাহী: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা শাখার অধীনস্থ ১২ টি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে । যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় যুবদল রাজশাহী জেলা যুদলের সমন্বয়ে গতকাল ২০ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় । যুবদলের সাংগঠনিক সভায় প্রধান অথিতি ছিলেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা গোলাম রাব্বানী । রাজশাহী বিভাগীয় যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতা গোলাম রাব্বনী সাংগঠনিক সভায় এ সিদ্ধান্তের ঘোষণা দেন । রাজশাহী জেলা যুবদলের সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক(রাজশাহী বিভাগ) মোজাদ্দেদ জামানী সুমন সভাপতিত্ব করেন। সাংগঠনিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি(রাজশাহী বিভাগ) মোসাব্বির হোসেন সন্জু, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল জামান রতন, এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সাংগঠনিক সভা পরিচালনা করেন, রাজশাহী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত। সভায় প্রথম পর্বে রাজশাহী জেলা অধিনস্থ সকল ইউনিট কমিটির সাংগঠনিক রিপোর্ট নেওয়া হয় এবং নেতাদের বক্তব্য নেওয়া হয় । সংগঠনকে নতুন উদ্যমে সুসংগঠিত করার জন্য রাজশাহী জেলা অধিনস্থ ১২ টি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং দ্রুত আহ্বায়ক কমিটি গঠন করে তৃণমূল থেকে কাউন্সিল করে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় । বিলুপ্ত কমিটি ইউনিট সমূহ হচ্ছে, গোদাগাড়ী উপজেলা ও পৌর, কাকনহাট পৌর, মুন্ডুমালা পৌর, বাগমারা উপজেলা, ভবাণীগন্জ পৌর, দূর্গাপুর পৌর,পুঠিয়া পৌর, চারঘাট উপজেলা, চারঘাট পৌর, বাঘা পৌর, আড়ানী পৌর । রাজশাহী জেলা অধিনস্থ অন্যান্য ইউনিটগুলোকেও পর্যায়ক্রমে বাতিল করে আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয় । রাজশাহী জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীরীয় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ মোজাদ্দেদে জামান সুমন বলেন সাংগঠনিক সভায় জেলা যুবদলের অধীনস্থ বারোটি কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে গতকাল ২০ ফেব্রুয়ারি এ সিদ্ধান্ত নেয়া হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest