চাঁপাইনবাবগঞ্জে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

ইসারুল,চাঁপাইনবাবগঞ্জ: বিনম্র শ্রদ্ধায় এবং যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১মিনিটে শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব। পরে জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা পরিষদ, নবাবগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ এর নেতৃত্বে আ’লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন, জেলা বিএমএ ও স্বাচিপ, চাঁপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘর, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখা, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ পুস্পস্তবক অর্পণ করেন।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ-যুবলীগসহ এর অঙ্গ সহযোগি সংগঠন। এছাড়াও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব ,শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্র, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পন করেন। শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও জেলার ভোলাহাট,নাচোল ও গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের খবর পাওয়া গেছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest