মধুপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

মধুপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মো: আ: হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে সারা দেশের ন্যায় বিনম্র শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মধুপুর উপজেলায় ২১ ফেব্রুয়ারি শুক্রবার যথাযথ মর্যাদায় মহান জাতীয় শহীদ ও আন্তর্জতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে মধুপুর রানী ভবানী সরকারী স্কুল মাঠে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, প্রেসক্লাব, অন্যান্য সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করেন। পুষ্পার্ঘ অর্পণ শেষে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই ভাবে পরদিন সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্তর হতে এক র‍্যালি বের হয়। র্্যালি শেষে মধুপুর উপজেলা অডিটরিয়াম হল রুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কুৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: আ: করিম, সহকারী কমিশনার(ভুমি), পুলিশ সুপার কামরান হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তারিক কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির,ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগন, আওয়ামীলীগ, যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীগন উপস্হিত ছিলেন। বিভিন্ন সংগীত বিদ্যালয়ের শিল্পীরা আবৃত্তি, নৃত্ব্য ও একুশের গান পরিবেশন করেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজিবী সংগঠন যথাযথ মর্যাদার সহিত দিবসটি পালন করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest