বুলবুল আহাম্মেদ, বড়াইগ্রাম প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বলিদাঘাটি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ফাতেমা বৃহষ্পতিবার শাশুড়ীর অত্যাচারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামীর বাড়িতে। ফাতেমা লালপুর উপজেলার কেশবপুর গ্রামের জাহিদুল ইসলাম রতনের স্ত্রী। এলাকাবাসী জানান, অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার ফাতেমার সাথে ও তার শাশুড়ীর ঝগড়া হয়। বিকেলে জৈনক প্রতিবেশী দেখে ফাতেমার নিজ ঘরের দরজা ভিতের থেকে আটকানা। অনেক ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে উঠলে আশপাশের লোকজন জোড় হয় এবং জানালা ভেঙ্গে ভিতরে গিয়ে ফাতেমাকে উদ্ধার করে ক্লিনিক নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুঠোফোনে খবর পেয়ে ফাতেমার ভাইসহ আত্মীয়-স্বজন ফাতেমার স্বামীর বাড়িতে আসলে বেরিয়ে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য। ফাতেমার ভাই কাজল সাংবাদিকদের জানান, প্রায় আড়াই বছর আগে বিনা যৌতুকে পারিবারিকভাবে বিয়ে হয় ফাতেমার। বোনের সুখের জন্য নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ইত্যাদি দেওয়া হয়েছে। কিন্তু থেমে থাকেনি অর্থলোভী শাশুড়ির অত্যাচার। স্বামীর সংসার করার লক্ষ্য শত অত্যাচার মুখবুজে সহ্য করেছে ফাতেমা। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থানে এসে লাশ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গ প্রেরণ করে।ময়নাতদন্তে শেষে ফাতেমার লাশ তার ভাইয়েরা নিয়ে এসে দাফন করে বড়াইগ্রাম উপজেলার ভবানিপুর কেন্দ্রীয় কবরস্থানে।