ঢাকা ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার এ তারিখ পুনঃনির্ধারণ করা হয়। ভর্তি পরীক্ষার নির্ধারিত সময় ছিল গত ১৮ ও ১৯ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ তখন শূন্য থাকায় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। বুধবার নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি সভায় ২৭ ও ২৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ‘খ’ ইউনিট, বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিট এবং ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST