আল-কারিয়া চৌধুরী জয়পুরহাট প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্যদিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে হরেন্দা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপজেলার হাকিমপুর কৈজুরী বিএনআর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন আঙ্গুর, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমূখ।