বড়াইগ্রামে মহাসড়কের বেহাল দশাঃ চরম জনদুর্ভোগ

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

বড়াইগ্রামে মহাসড়কের বেহাল দশাঃ চরম জনদুর্ভোগ
বুলবুল আহাম্মেদ, বড়াইগ্রাম প্রতিনিধিঃ উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজার এলাকায় বনপাড়া-পাবনা মহাসড়কের মাত্র ৫০০ মিটার রাস্তার বেহাল দশার কারণে তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী সাধারণ থেকে শুরু করে স্থানীয়রা। রাস্তার সংস্কার কাজ অত্যন্ত ধীরগতিতে হওয়ায় সব সময় ধুলোবালিতে নাভিশ্বাস উঠেছে স্থানীদের পাশাপাশি যাত্রীসাধারণের। মহাসড়কে সংস্কারাধীন স্থানটি চলাচলের প্রায় অযোগ্য হলেও দূরপাল্লার বাস-ট্রাকসহ বিভিন্ন ছোট-বড় যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ স্বল্প পরিমাণ রাস্তার সংস্কার কাজের অত্যন্ত ধীরগতিতে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ ভোগান্তির শিকার শত শত মানুষ। তবে বিষফোঁড়ায় পরিণত হওয়া এ রাস্তার সংস্কার কাজ দ্রুত শেষ করতে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সওজ বিভাগ। বনপাড়া হাইওয়ে থানা সুত্রে জানা যায়, পাবনার রুপপুরে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ও পদ্মা সেতু প্রকল্পের পাথরসহ ভারী মালামাল পরিবহনের জন্য ব্যবহার হয় এ মহাসড়কটি। প্রতিদিন প্রায় ৫০ হাজার হালকা, মাঝারি ও ভারী যানবাহন নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজার অতিক্রম করে। স্থানীয় ৪টি কলেজসহ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের গড়ে ১০ হাজার শিক্ষার্থী এই পথে চলাচল করে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest