এসএম স্বপন,বেনাপোলঃ বেনাপোল ইউনিয়নের গয়ড়া ৬নং ওয়ার্ডে মাদক, শিশু পাচার, বাল্য বিবাহ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১টার সময় বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মনিরুজ্জামান মিন্টু মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন, এসআই জাকির হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ।