ঘোড়াঘাটে ১৪০ বোতল ফেন্সিডিল সহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

ঘোড়াঘাটে ১৪০ বোতল ফেন্সিডিল সহ ৩ জন গ্রেফতার

লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ ৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাশেদুজ্জামান ও এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা গামী চাল বোঝাই ট্রাকে (ঢাকা মেট্র-ট-১৮-৯৭৪৮) তল্লাশি চালিয়ে লুকায়িত অবস্থায় ১৪০ বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মোঘরপাড়া গ্রামের মমতাজ উদ্দীনের ছেলে শাফিউল আলম (২৩), সদর উপজেলার চকরামপুর এলাকার ইউসূফ হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৫) ও একই এলাকার আইনুল হকের ছেলে ইব্রাহিম খলিল (২৭)। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হচ্ছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest