রাজশাহী থেকে চুরি হওয়া মোটরসাইকেল শিবগঞ্জ থেকে উদ্ধার আটক ১

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

রাজশাহী থেকে চুরি হওয়া মোটরসাইকেল শিবগঞ্জ থেকে উদ্ধার আটক ১
 ব্যুরো প্রধান, রাজশাহী : রাজশাহী মহানগরীর লালন শাহ উন্মুক্ত মঞ্চের সামনের রাস্তা থেকে চুরি হওয়া মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় উদ্ধারের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও আগে অন্য মামলায় আটককৃত একটা আসামীর দেয়া তথ্যমতে চুরি হওয়া ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার উপ পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গত ২০১৯ সালের নভেম্বর মাসের ১১ তারিখে নগরীর আরএমপির দামকুড়া থানা অপারেটর জাহিদ তার ব্যবহৃত মোটরসাইকেল অ্যাপাচি আর টি আর রেখে লালনশাহ মুক্তমঞ্চের নিচে ফুচকা খেতে যান। ফুচকা খেয়ে এসে দেখেন মোটরসাইকেলটি সেখানে নাই। এরপর তিনি নগরীর রাজপাড়া থানায় একটি অভিযোগ করেন। এ ঘটনার পর পুলিশ তদন্ত সাপেক্ষে অন্য মামলায় গ্রেফতার হওয়া এক আসামিকে জিজ্ঞাসাবাদ করে সেই আসামি তথ্যমতে গত রাত তিনটার দিকে শিবগঞ্জের কালিগঞ্জ এলাকার এক স্থান থেকে পরিত্যক্ত ওই মোটরসাইকেলটি উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানানো হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest