নাটোরে ৬ অবৈধ ভাবে ইটভাটা মালিককে ৮লাখ জরিমানা

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

নাটোরে ৬ অবৈধ ভাবে ইটভাটা মালিককে ৮লাখ জরিমানা

আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরের লালপুরে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে ছয় ইটভাটা মালিককে ৮লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করে। র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার এএসপি এসএম জামিল আহমেদ জানান, পরিবেশ অধিদপ্তরের কোন বৈধ লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্র না থাকায় বুধবার দুপুরে নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে লালপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের এবিএম ইট ভাটাকে দুই লাখ টাকা, একই এলাকার এনএবি ইট ভাটাকে এক লাখ টাকা, মঞ্জিল পুকুরের ভিআইপি ইট ভাটা মালিককে এক লাখ টাকা, পাইকপাড়া এলাকার এএইচবি ইট ভাটা মালিককে এক লাখ টাকা, এমআরএ ইট ভাটার মালিককে দুই লক্ষ টাকা, এইচবিসি ইট ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest