নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মান্দা উপজেলার কুশুম্বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার চককানু সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুল আলম প্রামানিক। উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু ও মনোজিত কুমার সরকার, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক একেএম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু,মোজাম্মেল হক মুকুল, আহ্বায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকে প্রমুখ। শেষে কুশুম্বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের জন্য পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়