মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আকরাম হোসেন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিদর্শক রবিউল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ঝিমি মন্ডল, শিক্ষক হোসনেয়ারা খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ভার উত্তোলন, দৌড়, লাফসহ ২৪টি ইভেন্টে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। শনিবার বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার বিতরণের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি হবে বলে জানিয়েছে আয়োজকরা।