রাজশাহীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

রাজশাহীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২
ব্যুরো প্রধান, রাজশাহী: রাজশাহী পবা উপজেলার হরিপুর দরগাপাড়া মোড়ের কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ইট বোঝাই ট্রাকে থাকা ২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শুক্রবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে রাজশাহী পবার হরিপুর দরগাপাড়া মোড়ের কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ইট বোঝাই ঢাকা মেট্রো ১৪:১১৮৯ ট্রাকের সাথে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইট বোঝাই ট্রাকে থাকা কয়েকজন আহত হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বালুর ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। রাস্তার মাঝে এভাবেই ট্রাকটি পড়ে রয়েছে। পরে ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। এদিকে, দামকুড়া থানা পুলিশ বলছে ইট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিজে নিজেই উল্টে গেছে। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়নি। এ বিষয়ে দামকুড়া থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শাহ বলেন, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তেমন কেউ আহত হওয়ার ঘটনা ঘটেনি। তবে স্থানীয়দের দাবি সংঘর্ষের ফলে ট্রাকটি উল্টে গিয়েছিল। বালির ট্রাকটি পালিয়ে যাওয়াই তাকে পুলিশ দেখতে পায়নি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest