ঘোড়াঘাটে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৪

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

ঘোড়াঘাটে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৪
 লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :- দিনাজপুরের ঘোড়াঘাটে বাস টার্মিনালের জমি দখলকে কেন্দ্র করে দু‘গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায়, আজ শনিবার (২৯ ফেব্রুয়ারী) সকালে ঘোড়াঘাট বাস টার্মিনালের জমির মালিক দাবিদার আমিরুল ইসলাম কয়েকটি গাছের গুল রাখতে যায়। সেখানে শ্রমিকরা বাঁধা দিলে দু‘পক্ষের সংঘর্ষ লেগে যায়। সংঘর্ষের এক পর্যায়ে শ্রমিকরা রাস্তায় ব্যারিকেট দিলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচলে বাধার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা স্থল থেকে ৪ জন শ্রমিককে আহত অবস্থায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অন্য শ্রমিকরা। আহত শ্রমিক মোন্তাজ আলী বলেন, আমাদের বাসস্ট্যান্ডের জমিতে অবৈধ ভাবে গাছের গুল ফেলছিল স্থানীয় আমিরুল ইসলাম সহ কয়েকজন লোক। সেখানে আমরা বাঁধা দিলে আমাদের উপরে অতর্কিত হামলা করে। সেখানে আমি সহ আরো তিনজন শ্রমিক গুরুতর আহত হয়। জমির মালিক দাবিদার আমিরুল ইসলাম বলেন, ঐ জায়গাটি আমাদের। আমরা কোর্ট থেকে রায় পেয়েছি। তার পরেও আমাদের জায়গাতে শ্রমিকরা অবৈধ ভাবে ঘর নির্মান করেছে। সকালে আমরা আমাদের জায়গাতে গাছের গুল রাখতে গেলে শ্রমিকরা বাঁধা দেয়। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, আমরা সাথে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং দু‘ পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেই। পরবর্তীতে দু‘পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest