পঞ্চগড়ে সাবেক ছিটমহলে ডিজিটাল সেট সেন্টার উদ্বোধন

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

পঞ্চগড়ে সাবেক ছিটমহলে ডিজিটাল সেট সেন্টার উদ্বোধন

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ ‘সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে আইসিটি প্রশিক্ষণ এবং অবকাঠামো স্থাপন’ কর্মসূচী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বাস্তবায়নে পঞ্চগড় সদর উপজেলায় সাবেক গারাতি ছিটমহলে ” Digital Service Employment & Training Center (D -SET)” এর ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে পঞ্চগড়ের সাবেক সদ্য বিলুপ্ত গারাতি ছিটমহলে মফিজার রহমান ডিগ্রি কলেজে এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। এসময় ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও মফিজার রহমান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মফিজার রহমান প্রমুখ। জানা যায়, প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে মজিববর্ষে Digital Service Employment & Training Center (D -SET) নির্মাণ করা হচ্ছে । প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে প্রায় কয়েকশ তরুন -তরুনী প্রশিক্ষণ গ্রহন করে প্রযুক্তিগত শিক্ষা লাভ করতে পারবে।।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest