নলছিটিতে নিখোঁজের একমাসেও সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূর

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯

নলছিটিতে নিখোঁজের একমাসেও সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূর

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের প্রায় একমাস অতিবাহিত হলেও সন্ধান মেলেনি এক বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূর। নিখোঁজ গৃহবধু আকলিমা বেগম (৪০)  উপজেলার আখরপাড়া গ্রামের আইউব আলী হাওলাদারের স্ত্রী। জানাযায়, ৭ সন্তানের জননী গৃহবধূ আকলিমা বেগম জন্মগত বুদ্ধি প্রতিবন্ধী। গত ১৪ অক্টোবর সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর দীর্ঘ প্রায় একমাস অতিবাহিত হলেও ওই গৃহবধূর সন্ধান পায়নি তার পরিবার। সে নিখোঁজের পর তার স্বামী আইউব আলী হাওলাদার নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যাহার নম্বর ১০৬২। নলছিটি থানার উপ পরিদর্শক মো. হজরত আলী বিষয়টি তদন্ত করছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় গৃহবধূ আকলিমা বেগম। সারাদিন অতিবাহিত হলেও সে বাড়ি না ফেরায় তার স্বামী সন্তানরা আত্মীয় স্বজনদের কাছে খুঁজতে শুরু করে। সম্ভাব্য সব জায়গায় তার খোঁজ নিয়ে কোন সন্ধান না পাওয়ায় স্বামী নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরী করেন। বুদ্ধি প্রতিবন্ধী আকলিমা বেগম নিখোঁজ হওয়ার এক মাস অতিবাহিত হলেও তার সন্ধান পেতে কোন উপায় দেখছেন না

স্বজনরা। এদিকে মাকে হারিয়ে পাগল প্রায় হয়ে পড়েছেন তার ছোট ছোট বাচ্চারা। বুদ্ধিপ্রতিবন্ধী আকলিমা বেগমকে খুঁজে পেতে সকলের সহায়তা কামনা করেছেন স্বামী আইউব আলী হাওলাদার।

এ ব্যাপারে নলছিটি থানার উপ পরিদর্শক মো. হজরত আলী জানান, নিখোঁজ গৃহবধূকে খুঁজে পেতে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে ও নিখোঁজের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest