জুলহাস উদ্দীন তেতুলিয়া উপজেলা প্রতিনিধি : তেতুলিয়া উপজেলা মহানন্দা নদী থেকে মোস্তফা (২৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউপির আমঘাটা সীমান্ত এলাকায় মহানন্দা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোস্তফা উপজেলার শালবাহান এলাকার মফিজল ইসলামের পুত্র। পুলিশ জানায়, দুপুরে নদীর কিনারায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা স্থানীয় বিজিবি ও পুলিশকে খবর দিলে পুলিশ লাশের প্রাথমিক সূরতহাল শেষে মডেল থানা নিয়ে আসা হয়। এ ব্যাপারে নিহতের চাচা সোলেমান ও আমিরুল হক জানান, গত মঙ্গলবার হতে সে নিখোঁজ ছিল। মোস্তফা কোন প্রলোভনে পরে গরু ব্যবসায়ীদের সাথে ভারতে গিয়েছিল এরকমই ধারণা পরিবারটির। মোস্তফা কিভাবে মারা গেছেন বিষয়টির সম্পর্কে মডেল থানার ওসি জহুরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, লাশ ময়না তদন্ত ছাড়া এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য রবিবার সকালে জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে জানান তিনি।।