মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধি। “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে প্রথমবারের মত জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, ইউ,পি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, মোঃ মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।