মুজিব বর্ষে তজুমদ্দিনে মুজিব কর্ণার করার ঘোষণা দিলেন এমপি শাওন

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২০

মুজিব বর্ষে তজুমদ্দিনে মুজিব কর্ণার করার ঘোষণা দিলেন এমপি শাওন
মোঃইলিয়াছ তজুমদ্দিন প্রতিনিধি।। মুজিব বর্ষে তজুমদ্দিনে উন্মুক্ত পাঠাগার স্থাপন করার পরিকল্পনা হাতে নিয়েছেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। সরকারি উদ্যোগে তজুমদ্দিনে একটি উন্মুক্ত পাঠাগার স্থাপন করা প্রসঙ্গে ‘আমার এমপি ডট কম’র মাধ্যমে কায়েদ হাওলাদারের করা প্রশ্নের জবাবে এমপি শাওন ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, মেঘনার নিকটবর্তী এলাকা তজুমদ্দিন উপজেলার যুব ও তরুণ সমাজ যাতে ইভটিজিং মাদক ও নেশার পিছনে সময় খরচ না করে অবসর সময়ে পাঠাগারে বসে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে সেই লক্ষ্যে আগামী ১৭ই মার্চের মধ্যে তজুমদ্দিন মুক্তিযোদ্ধা কম্পেলেক্স ভবনে মুজিব কর্ণার নামে একটি উন্মুক্ত পাঠাগার তৈরি করা হবে। এমপি শাওনের এমন আশ্বাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় যুব ও তরুণ সমাজের মাঝে আনন্দ উচ্ছাস ছড়িয়ে পরে। এমপি শাওনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এখানকার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest