ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠিতে বখাটে ছেলের হাতে বাবা খুন হয়েছে। জেলার রাজাপুর উপজেলার ছোট কৈবত্যখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।নিহত দেলোযার হোসেন কাজী (৪৫) গত রাত আড়াইটার দিকে (শুক্রবার দিবাগত রাতে) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।ঘটনার পর থেকেই বখাটে ছেলে হৃদয় কাজী (১৯) পলাতক। রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, বখাটে ছেলে হৃদয় প্রায়ই টাকা পয়সার জন্য সংসারে বাবা-মায়ের সাথে ঝগড়া বিবাদ করত।শুক্রবার রাত ৮টার দিকে বাবার কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে পিতা-পুত্রের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায় ঘরে থাকা লোহার রড দিয়ে হৃদয় তার বাবার মাথায় আঘাত করে।এতে গুরুতর আহত হলে প্রথমে বাবা দোলোয়ার হোসেনকে স্থানীয় রাজাপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এব্যপারে বখাটে ছেলে হৃদয়কে গ্রেপ্তার করে অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন।