কামরুজ্জামান বাঁধন,মির্জাগঞ্জ অফিসঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক জনসচেতনতামূলক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সরোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মো.আবু বকর সিদ্দিকী। কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর পটুয়াখালী কার্য্যালয়ের চীফ ইন্সট্রাক্টর আবু নোমান নাসের জামালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পটুয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) এম.ডি কাইয়ুম খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম জুয়েল,পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টর মৃনাল কান্তি বাড়ৈ ও ভিকাখালী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হাবিবুর রহমান খাঁন প্রমূখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ ৭০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।