কুয়াকাটায় আবাসিক হোটেলে এক পর্যটকের মৃত

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

কুয়াকাটায় আবাসিক হোটেলে এক পর্যটকের মৃত
আবুল হোসেন রাজু, কুয়াকাটা প্রতিনিধি:-  কুয়াকাটার আবাসিক হোটেল হলিডে ইন থেকে এক নারী পর্যটকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। ৩মার্চ সকাল ৬টার দিকে মহিপুর থানা পুলিশ এ মৃত দেহ উদ্ধার করে। পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, গত ২৯ জানুয়ারী বিকেলে স্বামী স্ত্রী পরিচয় এক পর্যটক দম্পতি কুয়াকাটা ভ্রমণে এসে কুয়াকাটার আবাসিক হোটেল হলিডে ইন এর ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। রেজিষ্টারে তাদের নাম একজন হানিফ আলী সরদার এর পুত্র আঃ রাজ্জাক (৩০) ও অপরজন ইসিতা বেগম (১৮), ঠিকানা যশোর জেলার কেশবপুর থানার বুড়িহাট নামক এলাকা লেখা রয়েছে। তারা আরও জানান, ২৯ জানুয়ারী থেকে ওই পর্যটক দম্পত্তি তাদের হোটেলে থেকে কুয়াকাটার বিভিন্ন স্পট ঘোরাফিরা করতেছিল। গত ২মার্চ সোমবার সন্ধ্যায় জনৈক আঃ রাজ্জাক হোটেল থেকে বাহিরে যায় রাতে গেট লক করার পূর্বে ভ্রমণে আসা রুম বুকিং নেয়া পর্যটকরা হোটেলে আসছে কিনা চেক করতে গেলে ১০৮নম্বর রুমটির বাহিরে তালা লাগানো দেখেন। সন্দেহ হলে পুলিশকে খবর দেয়, পুলিশ ঘটনা¯’লে গিয়ে তালা খুলে রুমে ঢুকে ওই কক্ষের একটি খাটের উপর ইসিতা বেগম এর মৃত দেহ দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠান হয়। এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, মৃত ব্যক্তির এখন পর্যন্ত সঠিক কোন পরিচয় পাওয়া যায়নী। তবে সনাক্ত করণ ও এর সাথে জড়িতদের বেড় করার চেষ্টা অব্যাহত আছে, তবে একটু সময় লাগবে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করা হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest