আত্রাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

আত্রাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার চর্চা বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ও উপজেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় এবং উপজেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল“ দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় মুখ্য”। সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মঙ্গলবার ১০টায় উপজেলা পরিষদ মিলনাতয়নে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, ইউডিএফ শোভন কুমার সাহা, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সুমন কুমার সমর প্রমুখ। বিতর্ক অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার,আ খ ম ফররুখ আহন্মেদ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest