মোঃ সাগর মল্লিক বাগেরহাট :- বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব বন্য প্রাণি দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে বাংলাদেশ প্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্র নামের একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর সুন্দরবন রিসোর্টে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্রের সভাপতি ডা. মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিশিষ্ট্য শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, অধ্যাপক বুলবুল কবির, সাবেক বন কর্মকর্তা গাজী মতিউর রহমান, বিশিষ্ট সাংবাদিক এ্যাড. শাহ আলম টুকু, বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডল, প্রকৃতি প্রেমি ফজলুর রহমান, আব্দুল্লাহ বনি, মাহমুদ হাসান প্রমুখ। বক্তারা বলেন, সবুজ শ্যামল আমাদের বাংলাদেশ। দেশের সর্বত্র একসময় বিভিন্ন পশু, পাখি ও প্রাণি দেখা যেত। হুতুম পেচা, শেয়াল, শকুন, বনবিড়ালসহ বিভিন্ন বন্য প্রাণি দেখে আমরা বড় হয়েছি। কিন্তু এখন আর এগুলো দেখা যায় না। মানুষের অত্যাচারে দেশে দিন দিন বন ও বন্য প্রাণি কমে যাচ্ছে। বন্য প্রাণি রক্ষা করতে হলে বনকে রক্ষা করতে হবে। আর বন ও বন্য প্রাণি রক্ষা হলে দেশ ও দেশের মানুষ শান্তিতে থাকবে। তাই সকল মানুষকে বন ও বন্য প্রাণি রক্ষায় এগিয়ে আসার আহবান জানান বক্তারা। এর আগে দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ৫৩ জন শিশু অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরুস্কার বিতরণ কেরেন অতিথিগণ। পরে অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীদের মাঝে সুন্দরবন রিসোর্টের সত্বাধিকারী ডা. মোশাররফ হোসেনের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।