ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ আজ ৪ ঠা মার্চ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসার অফিস বরিশাল এর আয়োজনে বরিশাল সার্কিট হাউজ সভাকক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয় এর উদ্যোগে ও শিক্ষা সহায়তা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ঢাকা, নাসরীন আফরোজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ সরকারি বিএম কলেজ বরিশাল অধ্যাপক মোঃ শফিকুর রহমান সিকদার, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেনসহ বরিশাল জেলার বিভিন্ন উপজেলার উপজেলা শিক্ষা অফিসার এবং শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও শিক্ষা সহায়তা ব্যবস্থাপনা বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে দিনভর কর্মশালা অনুষ্ঠিত হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST