ব্যুরো প্রধান, রাজশাহী : রাজশাহী মহানগরীতে সিগারেটের প্যাকেটের মধ্য থেকে ৫০০ পিস ইয়াবাসহ রাজিব হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই মাদক ব্যবসায়ীর ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী নগরের কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম পাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। এ তথ্য নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, গতকাল বুধবার দিবাগত রাতে বোয়ালিয়া মডেল থানার এসি ফারজানা নাসরিন এর নেতৃত্বে নগরীর কাদিরগঞ্জ পাকা রাস্তার উপরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছিল। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল আরোহীকে সন্দেহভাজন মনে হলে দেহ তল্লাশি করা হয়। তার দেহ তল্লাশি করে পকেটে থাকা একটি সিগারেটের ভেতর থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় । আটককৃত মাদক ব্যবসায়ীর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।