ঢাকায় মশাদের প্যারেড চলছে, সম্মানিত মেয়রেরা কই?

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

ঢাকায় মশাদের প্যারেড চলছে, সম্মানিত মেয়রেরা কই?
মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ মশাদের ঘুম ভেঙেছে। কোটি কোটি মশা ছানাপোনা নিয়ে নেমে পড়েছে। রাজধানীর অলিগলিতে চলছে তাদের সদম্ভ কুচকাওয়াজ। অতি সুশৃঙ্খলভাবে তারা প্যারেড করে চলেছে। কিন্তু এখনো এই শহরের দুই সিটি করপোরেশনের সদ্য নির্বাচিত দুই মেয়রের ‘মশাবিরোধী’ রাগী অভিযানের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। দীর্ঘ নির্বাচনী কর্মকাণ্ড শেষে তাঁরা কি তবে বিশ্রামে গেলেন—এমন প্রশ্নেরও জো নেই। কারণ, আইনি মারপ্যাঁচ আর আবেগীয় বিচারে ঢাকা এখন বাস্তবিকই অভিভাবকহীন। ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় মশার উৎপাতে টেকা দায় হয়ে যাচ্ছে। অথচ মৌসুম মোটে শুরু হলো। শীতনিদ্রার পর ঘুম ভাঙল মোটে মশাদের। দক্ষিণ সিটি করপোরেশনে ডেরা বিধায়, সেখানকার পরিস্থিতি নিজের অভিজ্ঞতা দিয়েই জানি। খিলগাঁও-মালিবাগ এলাকার বাসিন্দারা সন্ধ্যার পর অনেকটা বাধ্যতামূলকভাবেই অস্থির হয়ে ওঠেন। কারণ, স্থির হওয়ার জো নেই। সুবোধ হয়ে বসলেন তো, শরীরের উন্মুক্ত স্থানগুলোয় সার বেঁধে বসে পড়বে মশারা। বসে যে তারা সুখ-দুঃখের আলাপ করবে এমন নয়, কামড়ে দেবে। আর কামড়কে কে না ভয় পায়। তাই অবধারিতভাবেই অস্থির হয়ে উঠতে হয় মানুষকে। এই অস্থিরতা বয়সের বাঁধ মানে না। শিশু থেকে বৃদ্ধ—সবাই সমান অস্থির। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা থেকেই পরিচিত সূত্রে একই ধরনের পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest