বাগেরহাটে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২০

বাগেরহাটে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে বঙ্গবন্ধু পৌর ওয়ার্ড টি-টোয়েন্টি-২০২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ ফিরোজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে সুস্থ রাখতে এবং মাদক মুক্ত রাখতে খেলারধুলার বিকল্প নেই। মাদকের অভিশাপ থেকে যুবসমাজকে মাঠে ফিরিয়ে আনতে ক্রিকেট খেলার মাধ্যমে যে উদ্যোগ নেয়া হয়েছে তার সফলতাও ইতিমধ্যে এসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সহ পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট খেলোয়ার, ক্রিড়ামোদী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টে বাগেরহাট পৌরসভার ১০টি ওয়ার্ড (দল) অংশগ্রহন করছেন। প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকর সাথে খেলবে টুর্নামেন্টে। প্রথম দিনের ৫ নং ও ৭ নং ওয়াড প্রতিদ্বন্দিতা করছেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest