নাটোরের বাগাতিপাড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২০

নাটোরের বাগাতিপাড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আবু মুসা, স্টাফ রিপোর্টারঃ নাটোরের বাগাতিপাড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃস্পতিবার (০৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেলুন উড়িয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ইউএনও প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অনুষ্ঠানে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আসলাম, বাগাতিপাড়া পৌর মেয়র মোশাররফ হোসেন, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মতিনসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা-কর্মচারী ও সূধীজন উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest