শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি:- বরিশাল উজিরপুরের গুঠিয়া ইউনিয়নে পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদের উপরে বর্বরতা নির্যাতন ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে তৌহিদী জনতা জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করেন। আজ ৬ মার্চ রোজ শুক্রবার জুমার নামাজ আদায় শেষে চরমোনাই মাদ্রাসার শিক্ষক মুফতি মাসুদ হাসান ফিরোজের নেতৃত্বে তৌহিদী জনতার ব্যানারে বিভিন্ন মসজিদের দলমত নির্বিশেষে মুসল্লীরা বিক্ষোভ মিশিলে অংশ গ্রহন করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ভারতে নির্বিচারে মুসলমানদের উপরে বরর্বরতা হামলা চালানো এবং মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদ জানান। এছাড়াও মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ না জানানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।