এসএম স্বপন,বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ২০০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ রাসেল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বেনাপোল পৌরসভার সামনে থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক রাসেল বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল পৌরসভার সামনের পাকা রাস্তা থেকে পুলিশ অভিযান চালিয়ে একটি ইজিবাইক ও ২০০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির নামে মাদক আইনে মামলা দিয়ে শনিবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।