বিদেশে পাঠানোর কথা বলে লাখ টাকা আত্মসাত

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

বিদেশে পাঠানোর কথা বলে লাখ টাকা আত্মসাত

মোঃ হাইরাজ, বরগুনা প্রতিনিধিঃ ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে, বিদেশে পাঠানোর নামে বরগুনার তালতলী থেকে এক গৃহবধুর কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার-সর্বস্ব হারিয়ে এখন বিপাকে পড়েছেন। প্রতারণার শিকার ওই গৃহ বধু হলেন উপজেলার নিশান বাড়িয়ার নলবুনিয়া এলাকার নজরুল মিয়ার স্ত্রী রোজিনা বেগম। শুক্রবার বিকেলে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রোজিনা বেগম। অভিযোগ সুত্র জানাগেছে,ভালো বেতন চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর কথা বলে। তেতুল বাড়িয়া গ্রামের মৃত্যু আঃ মন্নান মিয়ার পুত্র হানিফ চৌকিদার (৩৪)। তখন হানিফ চৌকিদার বলেন, আমার খালু, খালা মঠবাড়িয়া থেকে অনেক লোক বিদেশ পাঠিয়েছে তারা খুব ভালো আছে। বর্তমানে গার্মেন্টসের সুপার ভাইজার পদে ৫০,০০০ হাজার টাকা বেতন স্কেলে জর্ডানে মহিলা কর্মী নিয়োগ করা হবে। সংসারের অভাব অনাটন থেকে মুক্তি পেতে হানিফ চৌকিদারের ফাঁদে পা দিয়ে জর্ডানে যাওয়ার জন্য ১ লক্ষ ৩৫ হাজার টাকায় চুক্তি করে। চুক্তি অনুযায়ী গত বছর ২০ নভেম্বরের মধ্যে ১লক্ষ ৩৫ হাজার টাকা হানিফ চৌকিদারের মাধ্যমে তার খালু ও খালাকে দেই। তাদের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বুড়ীরচর এলাকার। মৃত্যু গফফার মিয়ার পুত্র, কামাল (৪০) ও তার স্ত্রী মোসাঃ শাহীনুর (৩৫) কে এই টাকা দেওয়া হয়। এ বিষয় ২নং ধানীসাফা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মোঃ ইদ্রিস তালুকদার অবগত আছেন। জানুয়ারী মাসের ৫তারিখ জর্ডানে পাঠানোর কথা থাকলেও এর পর থেকে স্বামী-স্ত্রী বিভিন্ন টাল বাহানা করে কালক্ষেপণ করতে থাকেন। রোজিনা আরো বলেন, বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি ও বন্ধক রেখে এবং এনজিও থেকে সুদে টাকা নিয়ে এই টাকা দেওয়া হয়েছে। এখন সুদের টাকা পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে। হয়তো এখন এলাকা ছেড়ে আমাদের পালাতে হবে।নয়তো আত্মহত্যা করতে হবে এ ছাড়া আর কোন পথ দেখছিনা । এখন তারা বলেন এ টাকার কোন প্রমাণ নেই তুই কোন টাকা পাবিনা । এ বিষয় হানিফ চৌকিদার মুঠোফোন নং ০১৭৫৩৩০৪৭০১ কল দিলে তার মুঠোফোনের নম্বর বন্ধ পাওয়া গেছে। এ বিষয় অভিযুক্ত হানিফ চৌকিদারের খালু মোঃ কামাল হোসেন এ প্রতিবেদককে মুঠোফোনে জানান,আমি ১০ পয়সাও নেইনি। আর টাকা নেওয়ার কোন প্রমাণ নেই। তাই সে যদি মামলা করে করুক প্রমাণ ছাড়া কিছুই হয়না। এ বিষয়ে২নং ধানীসাফা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মোঃ ইদ্রিস তালুকদার মুঠোফোনে বলেন, গফ্ফার চোরার পোলা কামাল চোরা কে তালতলীর এক মহিলা টাকা দেওয়ার বিষয় আমি শুনছি। ও তো চুরি বাটপারি করে এখন জমিজমা করছে।চোর কি ধর্মের কাহিনী শুনে বলেন। আর ওর বিষয় কেউ কথা বললে ওর বাহিনী রাতের আঁধারে হামলা করবে। তাই ওর ভয়ে এলাকার কেউ ওর বিরুদ্ধে মুখ খুলেনা। এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ ফরিদুল ইসলাম বলেন এ বিষয়টি আমার জানানেই, আর কেউ কোন অভিযোগও করেনি । তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest