রাঙ্গাবালীতে বিভিন্ন নদ-নদীতে অবাধে নিধন হচ্ছে জাটকা ইলিশ

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২০

রাঙ্গাবালীতে বিভিন্ন নদ-নদীতে অবাধে নিধন হচ্ছে জাটকা ইলিশ
মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধিঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন নদ-নদীতে জেলেরা অবাধে কারেন্ট জালে জাটকা ইলিশ নিধন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর তৎপরতা কম থাকায় অনেকটা বিনাবাধায় বিভিন্ন হাট বাজারে এসব জাটকা বিক্রি হচ্ছে। ফলে যেতে বসেছে সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচি।বিভিন্ন স্থান দিয়ে হাজার হাজার মন জাটকা পাচার হচ্ছে। এসব স্থান গুলোর মধ্যে রাঙ্গাবালী, খালগোড়া,চালিতাবুনিয়া,ছোটবাইশদিয়ার কোড়ালিয়া, বড়বাইশদিয়ার ফেলাবুনিয়া,নিজ কাটা,১২নং ডিগ্রী, চরমোন্তাজের চরমন্ডল,চরমোন্তাজ সুইজ বাজারও চরআন্ডা, দিয়ে ট্রালার যোগে পাচার করা হয়। তবে জাটকা ধরা বন্ধ রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযানের কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। ইলিশ সংরক্ষণের জন্য প্রতিবছরের মতো এবছরও জাটকা শিকারে নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার। এ নিষেধাজ্ঞার মধ্যেই উপজেলার বিভিন্ন নদ-নদীতে শত শত নৌকা ট্রলার জাটকা ইলিশ শিকার করছে। উপজেলার প্রত্যেকটি হাট বাজারে প্রকাশ্যে তা বিক্রি হচ্ছে। কোনভাবেই বন্ধ করতে পারছে না সংশ্লিষ্টরা। তবে জেলেরা বলছেন, দাদন পরিশোধ ও সংসার চালানোর জন্যই জাটকা ধরতে বাধ্য হচ্ছেন তারা। স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, আগুনমুখা, দাড়ছিড়া ও পায়রা পোর্ট সংলগ্ন রাবনাবাদ নদীতে বেশিরভাগ জাটকা ইলিশ শিকার করেন জেলেরা। উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, জাটকা নিধন বন্ধে আমরা তৎপর আছি। সামনের দিনগুলো তো আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান বলেন, জাটকা সংরক্ষণে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে আমরা বেশ কিছু অভিযান পরিচালনা করেছি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest