মোঃ আরিফুজ্জামান জনি নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর আদর্শ গ্রামে জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে । রবিবার দুপরে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। তিনি মসজিদের উন্নয়ন ও নির্মাণ কাজের জন্য এক লক্ষ টাকার অনুদান প্রদান করেন । এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশেক কুমার চৌহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন,মোঃ সাদেকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সংগঠনিক সম্পাদক শাহ আলমসহ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সামছুজ্জামান ,স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ সহ আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন ।