জাতীর পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনে এদেশের স্বাধীনতা, দেশ কিভাবে গড়তে হবে সম্পূর্ন দিক নির্দেশনা দিয়েছেন—খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

জাতীর পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনে এদেশের স্বাধীনতা, দেশ কিভাবে গড়তে হবে সম্পূর্ন দিক নির্দেশনা দিয়েছেন—খাদ্যমন্ত্রী

 মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, জাতীর পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনে সম্পূর্ন দিক নির্দেশনা দিয়েছেন৷ এদেশের স্বাধীনতা, কৃষ্টি কালচার, দেশ কিভাবে গড়বে, কিভাবে আমাদেরকে তৈরী হতে হবে। তারই সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা একটি একটি করে সেটা বাস্তবায়ন করে যাচ্ছেন ৷ জাতীর পিতার বন্ধুবন্ধুর সেই সোনার বাংলাদেশ অপ্রতিরোধ্য ভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, দ্ররিদ্র রাষ্ট হিসাবে পরিনত ছিল, যে দেশকে অবহেলা করে পদ্মা সেতুতে ঋন দেয় নাই বিশ্বব্যাংক। সেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমার মনে হয়, আমাদেরকে সবাই মিলে শেখ হাসিনার জন্য দোয়া করে, এই দেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আজ সন্ধ্যায় মুক্তির মোড় মুক্তমঞ্চে ৭দিন ব্যাপী এস,এমই পন্য মেলার শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। জেলা প্রশাসক হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন এমপি, সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে সন্ধ্যার পূর্বে মুক্তির মোড় থেকে একটি বর্ন্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন ষ্ট পরিদর্শন করেন। শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে নওগাঁ জেলা প্রশাসনের সহযোগতিায় শিল্প উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারের জন্য সারা দেশে ন্যায় এই মেলার আয়োজন। মেলায় স্থানীয় ৫০টি কুটির, খুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নেয় পরে জাতীয় ও স্থানীয় শিল্পিরা নাচ ও গান পরিবেশন করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest