সকলকে মন দিয়ে কাজ করে হাসিমুখে জনগণদের স্বাস্থ্য সেবা দিতে হবে-নীলফামারী-৪ আসনের সাংসদ আদেল

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

সকলকে মন দিয়ে কাজ করে হাসিমুখে জনগণদের স্বাস্থ্য সেবা দিতে হবে-নীলফামারী-৪ আসনের সাংসদ আদেল

খাদেমুল মোরসালিন শাকীর, রংপুর ব্যুরোঃ নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল বলেন- সকলকে মন দিয়ে কাজ করে হাসিমুখে জনগণদের স্বাস্থ্য সেবা দিতে হবে। সকল সুখের চাবিকাঠি সুস্বাস্থ্য। গ্রামের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সকল ডাক্তার, কর্মকর্তা, মাঠ কর্মিদের প্রতিও তিনি আহবান জানান। তিনি গতকাল রোববার সকালে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্যকালে একথাগুলো বলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুজাত শরীফ জেমস। বক্তব্য রাখেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য অফিসার ইনচার্জ এম হারুন অর রশীদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান পাটোয়ারী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ রেজাউল আলম স্বপন, প্রেসক্লাবের আহবায়ক আবু হাসান শেখ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ অলিয়ার রহমান প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯ তম ব্যাচের যোগদানকৃত ডাক্তারদের বরণ করে নেন সাংসদ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest