আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরে বড়াইগ্রাম উপজেলার আটুয়া মতলেবের আম বাগান থেকে আউয়াল খলিফা {১৬} নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।এলাকাবাসি ও নিহতের পরিবার জানায় আউয়াল খলিফা সাড়াদিন বাবার সঙ্গে কাজ শেষে বাড়ি ফিরে আসে,সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় বাড়ি থেকে দোকানে যাবার কথা বলে বাহির হয়,পড়ে আর বাড়িতে ফিরে না আসায় রাতে পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে পাওয়া যায় নাই। পরে আজ সকালে মৃত আউয়াল খলিফার বাড়ি থেকে প্রায় দুইশত গজ দুরে একটি আম বাগানে তার উলঙ্গ লাশ পরে থাকতে দেখে এলাকাবাসি, পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার জানান, খরব পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে, ময়নাতদন্ত শেষে জানাযাবে হত্যা কিনা। মৃত আউয়াল খলিফা বড়াইগ্রাম উপজেলার আটুয়াগ্রামের আছান খলিফার ছেলে।