ঢাকা ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
ব্যুরো প্রধান, রাজশাহী : করোনাভাইরাস বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছে বাংলাদেশ পর্যন্ত তিন জন ব্যক্তির শরীরে ভাইরাসের সংক্রামক পাওয়া গেছে। করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় অগ্রিম প্রস্তুতি হিসেবে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতাল খালি করে দিয়ে ৩০ টি বেড বেড খালি করে দেওয়া হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও সংক্রামক ব্যাধি হাসপাতাল ইনচার্জ ডাক্তার মামুনের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। টিম দুটি পর্যায় ক্রমে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম বলেন, করোনাভাইরাস নিয়ে কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সংক্রামক ব্যাধি হাসপাতাল খালি করে দেওয়া হয়েছে। সেখানে প্রস্তুত রয়েছে ৩০ টি বেড। এছাড়া মেডিসিন ডাক্তারদের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে। যারা কাজ করবে জরুরী বিভাগের টিম হিসেবে। প্রাথমিকভাবে এরকম রোগী পাওয়া গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হবে। সেখানে তার চিকিৎসা চলবে। রাজশাহীতে পরীক্ষা-নিরীক্ষার কোন ব্যবস্থা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহীতে সেরকম রোগী পাওয়া গেল চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এছাড়া ৪০ জন নার্স ও মেডিসিন চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা করোনাভাইরাস রোগীদের নিয়ে কাজ করবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST