ঘোড়াঘাটে রাতের আধারে প্রতিমা ভাংচুর

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

ঘোড়াঘাটে রাতের আধারে প্রতিমা ভাংচুর

মোঃ লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে মন্দিরের গ্রিল কেটে কালি ও মহাদেবের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার রানীগঞ্জ বিরাহীমপুর কাচারি পাড়া কালী মন্দিরে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে কে বা কাহারা কালী মন্দিরের গ্রীলের দরজা কেটে ভিতরে প্রবেশ করে কালির হাত ও মহাদেবের প্রতিমা ভাংচুর করে। সকালে গ্রামের লোকজন টের পেয়ে প্রশাসন কে খবর দেয়। পরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম, ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু ও সিংড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দির কমিটির সাধারন সম্পাদক স্বপন মোহন্ত বলেন, পরপর দুইবার এই মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়েছে। বিকৃতি প্রতিমা আজ দুপুর ১টায় বিসর্জন দিয়েছে মন্দির কমিটির লোকজন। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর পরই আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্ত করে দুর্বৃত্তদেরকে সনাক্তের কাজ চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest