আত্রাইয়ে সাধারণ মানুষের সেবায় সচেতনতামূলক মানচিত্র বিলবোর্ড

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

আত্রাইয়ে সাধারণ মানুষের সেবায় সচেতনতামূলক মানচিত্র বিলবোর্ড

মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় স্থাপন করা হয়েছে সচেতনতামূলক মানচিত্র বিলবোর্ড। উপজেলা পরিষদের প্রধান ফটকে স্থাপন করা হয়েছে মুজিব শতবর্ষ ক্ষণগণনার ডিজিটাল ঘড়ি। ভিতরের প্রবেশ পথে শোভা পাচ্ছে রঙ্গিন একাধিক বিলবোর্ড। নতুন স্থাপন করা এই সচেনতামূলক মানচিত্র বিলবোর্ড থেকে এক নজরেই জানা যাবে উপজেলার কোন অফিস কোন জায়গায় অবস্থিত। জানা গেছে, উপজেলায় প্রতিদিনই বিভিন্ন এলাকার সাধারণ মানুষ বিভিন্ন প্রয়োজনে কাজে আসেন। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার গ্রামে শহরের সকল সুযোগ- সুবিধা পৌঁছে দেওয়ার । সব মানুষ যেন জরুরী তথ্যগুলো এক নজরে ও খুব সহজেই জেনে সেবা পেতে পারে সেজন্য স্থাপন করা হয়েছে সচেতনতা মূলক মানচিত্র বিলবোর্ড। অনেক মানুষই প্রবেশ করার সময় এই বিলবোর্ডটিত একবার চোখ বুলিয়ে জেনে নিতে পারবেন তাদের প্রয়োজনীয় অফিসের অবস্থান সম্পর্কে যাবতীয় তথ্যাদি। সেবা গ্রহিতা বিশা ইউনিয়নের খোরশেদ আলম জানান আমি আগে জানতাম না কোন অফিস কোথায় রয়েছে। সমাজসেবা অফিস কোথায় এক জনকে বল্লে তিনি আমাক বিলবোর্ড দখিয় বললেন এখানে সব আছে। ধন্যবাদ জানাই ইউএনও স্যারকে সচেতনতামূলক মানচিত্র বিলবোর্ড স্থাপন করে আমার মতো শত শত মানুষের উপকার করার জন্য। ইউএনও মো. ছানাউল ইসলাম বলেন সচেতনতা মূলক মানচিত্র বিলবোর্ড থেকে খুব সহজেই উপজেলার কোন অফিস কী ধরনের সেবা পাওয়া যায় এবং অফিসের অবস্থান কোথায় এবং সব কিছু সম্পর্কে জানতে পারবেন। বর্তমান সরকারের গ্রহণ করা ভিশন সফল করার লক্ষ্যে সাধারন মানুষদের মাঝে প্রজেটিভ ধারনা সৃষ্টি ও সহজেই সেবা গ্রহণ আগ্রহী করার লক্ষ্যেই আমি নানা পদক্ষেপ গ্রহণ করছি। তারই ধারাবাহিকতায় এই বিলবোর্ডটি নিজ উদ্দ্যোগে স্থাপন করেছি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest