ঢাকা ২৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় সরকারি জমির গাছ কেটে ফেলার চেষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকার দেশ বাংলা ক্লিনিকের পাশে সরকারি জমিতে অবস্থিত একটি বট গাছের শাখা (ডাল ) শনিবার দুপুরের দিকে কেটে ফেলে ওই এলাকার মো. সোহেল হাওলাদার নামের এক ব্যক্তি। সোহেল হাওলাদার মৃত. সাহেব আলী হাওলাদারের ছেলে। গাছ কাটার খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে বাঁধা দেয়। স্থানীয় যুবক মামুন ও রাব্বানী জানান, শোভা বর্ধন করার জন্য কয়েক বছর পূর্বে সরকারি জমিতে এই বট গাছটি রোপন করা হয়। গাছটি ভাল ভাবেই বেরে ওঠছিল। হঠাৎ করে মো.সোহেল হাওলাদার ব্যক্তি স্বার্থ রক্ষা করতে এই গাছটি কাটার উদ্যোগ নেয়। গাছের সকল ডাল কেটে ফেলে। গোরা থেকে কেটে ফেলতে চেয়েছিল। বিষয়টি জানতে পেরে আমরা বাঁধা দেই। অভিযুক্ত মো. সোহেল হাওলাদারের সাথে যোগাযোগ করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে ঝালকাঠি সদর উপজেলা বন কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বট গাছের ডাল কাটার সত্যতা পেয়েছি। আমরা এবিষয়ে আইনগত ব্যবস্থা নিব।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST