মোঃ লুৎফর রহমান হিলি প্রতিনিধি: ভারতে দোলযাত্রা উৎসব উৎযাপন উপলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের পানামা পোট অভ্যান্তরে পন্যের লোড আনলোড কার্য্যক্রম থাকবে স্বাভাবিক। এবং বুধবার থেকে যথারিতি আমদানি-রফতানি কার্য্যক্রম আবার স্বাভাবিক হবে। হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক আশিত কুমার শ্যানাল জানান, ভারতে দোলযাত্রা উৎসব উপলে আজ মঙ্গলবার সকাল থেকে দু-দেশের মধ্যে পন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল বুধবার সকাল থেকে যথারীতি নিয়মে আমদানি রপ্তানি শুরু হবে। এদিকে হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ সেকেন্দর আলী জানান, দোল উৎসব উপলে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোটে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।