রাজশাহীতে মাস্কের দাম বেশি নেওয়ায় দুই দোকান মালিককে জরিমানা

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

রাজশাহীতে মাস্কের দাম বেশি নেওয়ায় দুই দোকান মালিককে জরিমানা
ব্যুরো প্রধান, রাজশাহী : রাজশাহী মহানগরীতে মাস্কের দাম বেশি নেয়ার অভিযান চালিয়ে দুই দোকান মালিক কে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সাহেব বাজারে আরডি মার্কেটে ১৫ টাকার মাক্স ৭০ টাকায় বিক্রি করার অপরাধে হানিফ গার্মেন্টসকে ৩ হাজার টাকা ও সাগর গার্মেন্টসকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচাল হাসান মারুফ। জরিমানা ছাড়াও তিনি সব দোকানিকে মাস্ক এর দাম বেশি না নেওয়ার জন্য অনুরোধ করেন। অমান্য করলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরীর অন্যতম এলাকা লক্ষীপুরের ফুটপাতের দোকানগুলোতে ১০ টাকা দামের মাস্ক ৬০ টাকায় বিক্রি করা হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest