ঢাকা ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়নে সোমবার রাত সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিতিতে কলাপাড়া থানা পুলিশ লোন্দা গ্রামের বিল থেকে আলোচিত গার্মেন্টস কর্মী ধর্ষন মামলার প্রধান আসামী মোড়ল বাহিনীর প্রধান পলাশ মোড়ল (৩৫) ও তার সহযোগী দোলন (২৮) কে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত পলাশের বিরুদ্ধে কলাপাড়া থানায় একাধিক মামলা রয়েছে। গত ১৮ জানুয়ারী ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী গার্মেন্টস কর্মীকে অপহরন করে রাতভর ধর্ষন করে পলাশ মোড়ল। পরে ওই গার্মেন্টস কর্মীর বৃদ্ধা মাকে অবরুদ্ধ করে রেখে খুন জখমের হুমকি দিয়ে গার্মেন্টস কর্মীকে এলাকা ছাড়তে বাধ্য করে। ঐ ঘটনায় ২২ জানুয়ারী পুলিশ ঘটনা স্থলে গিয়ে ধর্ষিতার বৃদ্ধা মাকে উদ্ধার করে। ওই দিন ধর্ষিতার মা বাদী হয়ে ৪ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান,পলাশ ও তার সহযোগিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ## মো.ওমর ফারুক
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST