শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃআজ ১০ই মার্চ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনির বৌভাত আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করা হয়। অনুষ্ঠানটি বরিশাল শীতলা খোলা রংধনু কমিউনিটি সেন্টারে করা হয়। উক্ত অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে সবাই উপস্থিত হয়ে আন্তরিকভাবে অনুষ্ঠানটি উপভোগ করেন। এছাড়া এই বৌভাত অনুষ্ঠানে দেখা গেছে বরিশাল জেলা ও মহানগরের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, দল শ্রমিক দল ও মহিলা দল সহ বিভিন্ন স্তরের নেতা ও কর্মীদের। উক্ত অনুষ্ঠানে আরো বিভিন্ন উপজেলা থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত হয়ে রফিকুল ইসলাম জনির বিয়ে কে উজ্জীবিত ও আনন্দময় করে তোলে।