মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষ্যে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এসে শেষ হয়। পরে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। কলাপাড়া উপজেলা সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, আনন্দ টিভির কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি সুজন মৃধা। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, রিপোর্টার্স ক্লাব সভাপতি এস কে রঞ্জন, সহ সাধারণ সম্পাদক রাসেল মোল্লা , রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি উত্তম হাওলাদার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, সাগরকণ্যা নিউজ পোর্টাল সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব, মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সাঈদ, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, কলাপাড়া সাংবাদিক ক্লাব সভাপতি নিল রতন কুন্ডু নিলয়। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।