ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০
মোঃ হাইরাজ, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে সুবিধাবঞ্চিত ৩৫ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। (১১ মার্চ)বুধবার দুপুর ১২ টায় উপজেলা চেয়ারম্যানের কক্ষে বসে শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তির টাকা বিতারণ করা হয়। উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে শিক্ষাবৃত্তির আওতায় সুবিধাবঞ্চিত গরীব ও মেধাবী ৩৫ শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এ সময় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতারণ করেন উপজেলা চেয়ারম্যান রেজবি-উল- কবির ,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.সেলিম মিঞা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল আহসানসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST